শেষ প্রচার-প্রচারণায় ব্যস্ত কাউন্সিলর পদপ্রার্থী মোতালেব হোসেন রতন

মোঃ রকসিঃ আসন্ন ৩০শে জানুয়ারী ২০২০ইং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আজ ব্যস্ত সময় পার করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন রতন; তিনি লাটিম প্রতীক নিয়ে প্রার্থী হয়ে মাঠে আছেন।

এরেই মধ্যে সাধারণ ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি। আমাদের প্রতিবেদককে তিনি বলেন; ৪৭নং ওয়ার্ডের মানুষেকে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেওয়াই আমার লক্ষ্য, আমি আশাবাদী ৪৭নং বাসী আমাকে নির্বাচিত করবে, আমি এলাকার সন্তান হিসেবে ৪৭নং ওয়ার্ড বাসীর সেবা করার একটি সুযোগ চাই।

৪৭নং ওয়ার্ডের এক ভোটার বলেন; মোতালেব হোসেন রতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডের উন্নয়নে যে কাজ করবে আমরা আশাবাদী, আমাদের এলাকার সন্তান হিসেবে ও তরুণদের সুযোগ দেওয়া উচিৎ বলে জানান।

তিনি আরো দাবী করে বলেন; আমরা নিশ্চিত ইনশাল্লাহ মোতালেব হোসেন রতন হবেন, ৪৭নং ওয়ার্ডের সকলের সম্মানিত ভোটাদের প্রতি অনুরোধ যেন ০১ তারিখ সারা দিন সবাই মোতালেব হোসেন রতন লাটিম মার্কায় ভোট দিন।