আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়া সরকারের সঙ্গে বামপন্থি ও বিদ্রোহী গেরিলা গোষ্ঠী ফার্কের ঐতিহাসিক শান্তিচুক্তি হয়েছে।
চুক্তি সইয়ের পর সোমবার উভয় পক্ষ দাবি করে, এ চুক্তির ফলে শেষ হলো দীর্ঘ ৫২ বছরের গৃহযুদ্ধ।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
তিমোচেঙ্কো নামে পরিচিত বিদ্রোহী নেতা তিমোলিওন জিমেনেজ গৃহযুদ্ধের শিকার হয়েছেন যারা, তাদের সবার কাছে ক্ষমা চেয়েছেন। তার এ অবস্থান সবাই সাদরে গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘যুদ্ধের সময় আমাদের জন্য যে যন্ত্রণা তৈরি হয়েছে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শান্তির প্রতীক হিসেবে সব অতিথি সাদা পোশাক পরে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও লাতিন আমেরিকার নেতাদের অনেকে।
কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে দীর্ঘ গৃহযুদ্ধে শেষে এক হিসাব থেকে দেখা যাচ্ছে, এ যুদ্ধে মারা গেছে ২ লাখ ৬০ হাজার মানুষ এবং কয়েক লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়ে পড়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, ‘যেকোনো লক্ষ্য অর্জন করব আমরা, যেকোনো সমস্যা উতরে যাব এবং এমন দেশ গড়ে তুলব, যা আমরা সব সময় স্বপ্ন দেখি- একটি শান্তির দেশ।’