ঝিনাইদহ প্রতিনিধি : সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হল তিনদিনের জেলা ইজতেমা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের পবহাটি মারকাজ মসজিদসংলগ্ন ময়দানে ইজতেমার এ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুই লক্ষাধিক মুসলমানের আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে।
মোনাজাতে ঝিনাইদহ জেলা, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বেশ কয়েকটি দেশের মুসল্লিরা অংশ নেয়।
এর আগে মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা সকাল থেকে ময়দানে হাজির হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের মুরব্বী মাওলানা রবিউল হক।


