চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। আসনটিতে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। আর চট্টগ্রাম-১০ আসনে নতুন করে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেয়া হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।


