শেষ হাসি ট্রাম্পই

আন্তর্জাতিক ডেস্ক : শেষ হাসি ট্রাম্পই হাসলেন। তাকে রুখে দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হলো। ইলেক্টরাল কলেজ ভোটে জিতে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তবে সব কিছু ছাপিয়ে ৮ নভেম্বরের নির্বাচনে তার কাছে হেরে যান হিলারি ক্লিনটন।

এরপর নির্বাচনে রাশিয়ার হ্যাকিং নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। তা ছাড়া হিলারি জনপ্রিয় প্রার্থী ছিলেন এবং তিনি ট্রাম্পের চেয়ে প্রায় ২৫ লাখ জনপ্রিয় ভোট বেশি পেয়েছেন। এ দুটি বিষয় ট্রাম্পকে আটকে দেওয়ার নতুন ক্ষেত্র তৈরি করে। ইলেক্টরদের কাছে অসংখ্য আবেদন আসতে থাকে, তারা যেন ট্রাম্পকে ভোট না দেন। যদি ৩৮ জন ইলেক্টর ট্রাম্পকে ভোট না দিতেন, তাহলে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারতেন না। কিন্তু সে চেষ্টা সফল হয়নি।

টেক্সাসের দুজন রিপাবলিকান ইলেক্টর অবশ্য ট্রাম্পের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন। তারা ট্রাম্পকে ভোট দেননি। দুজন ইলেক্টর ট্রাম্পকে ভোট না দিলেও চারজন ডেমোক্র্যাটিক ইলেক্টর হিলারিকে ভোট দেননি। সব মিলে দুই দলের ছয়জন ইলেক্টর তাদের নির্ধারিত প্রার্থীকে ভোট দেননি। আগামী বছর ৬ জানুয়ারি কংগ্রেস ইলেক্টরাল কলেজ ভোটের ফলাফল ঘোষণা করবে।

ট্রাম্পের বিজয় রুখতে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন ভোট পুনর্গণনা করান। তাতেও কোনো লাভ হয়নি, বরং উইসকনসিন রাজ্যে মোটের ওপর ১৩২টি ভোট বেশি পান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। একই দিন ট্রাম্পের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা। শুরু হবে ট্রাম্প প্রশাসনের শাসন। এরই মধ্যে ট্রাম্প তার মন্ত্রিসভা প্রায় গুছিয়ে নিয়েছেন।