শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন বহিষ্কার

দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, শাওন শিকদার দলের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের কারণে ওই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে সঙ্গে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শাওন শিকদার শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনার নাতি।

এর আগেও এক মুক্তিযোদ্ধাকে মারধর করার অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে আবারও পদ ফিরে পান তিনি। সম্প্রতি মোবাইলে ফোনে এক আওয়ামী লীগ কর্মীকে ও নৌকা প্রতীক নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার কল রেকর্ড ভাইরাল হয়। পরে ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতারা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।