নিজস্ব প্রতিবেদক | ঢাকা: উত্তরা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও ‘মুক্তমন’ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ (মিম মাহমুদ)-এর পিতা নুরুল আমিন মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে জাতীয় সাপ্তাহিক ‘ক্রাইম পেট্রোল বিডি’ পরিবার।
‘ক্রাইম পেট্রোল বিডি’র পক্ষ থেকে বলা হয়, “আমরা নুরুল আমিন মিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি একজন পরোপকারী ও সজ্জন ব্যক্তি ছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন।”
একইসাথে উত্তরা প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাঁদের সিনিয়র সদস্যের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
“হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।” (আল-কুরআন)
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন কার্য তাঁর নিজ এলাকায় সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।


