বিনোদন ডেস্ক : জনতা গ্যারেজ সিনেমার ‘পাক্কা লোকাল’ শিরোনামের আইটেম গানে দেখা যাবে কাজল আগরওয়ালকে। আর এই গানে ব্যবহৃত তার পোশাকে কারিনা কাপুরের পোশাকের অনুকরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘পাক্কা লোকাল’ শিরোনামের এই আইটেম গানে কাজলের কিছু স্থিরচিত্র। সেখানে কাজলের শাড়ি পরার ধরণের সঙ্গে হিরোইন সিনেমার ‘হালকাত জাওয়ানি’ গানে কারিনার শাড়ি পরার ধরণের সঙ্গে অনেকটাই মিল লক্ষ্য করা গেছে।
শোনা যাচ্ছে, গানে বেশ আবেদনময়ী রূপে হাজির হবেন কাজল। এ জন্য অনেক অনুশীলনও করেছেন তিনি। এ গান মুক্তির পর তিনি ‘হটেস্ট অভিনেত্রী’ তকমাটাও পাবেন বলে মনে করছেন অনেকেই।
জনতা গ্যারেজ সিনেমাটি পরিচালনা করছেন কোরাতালা শিবা। এ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে থাকছেন সামান্থা এবং নিতিয়া মেনন। নায়ক থাকছেন জুনিয়র এনটিআর। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।