শোবিজ অঙ্গনে পা রেখেছেন মডেলিংয়ের মাধ্যমে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বাণী কাপুর। শোবিজ অঙ্গনে পা রেখেছেন মডেলিংয়ের মাধ্যমে। মডেলিংয়ে সফলতা পাওয়ার পরই ডাক আসে বলিউডে। বলিউডে পা রেখেছেন খুব বেশি দিন হয়নি।

কিন্তু অল্প সময়ের মধ্যে রুপ আর অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। শুধু বলিউড নয় তিনি অভিনয় করেছেন তামিল ভাষার চলচ্চিত্রেও।

সম্প্রতি বেফিকর সিনেমায় রণবীরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন বাণী। সিনেমাটির শুরু থেকে বেশ আলোচনায় রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেইলার। প্রকাশিত ট্রেইলারে বাণী-রণবীরকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে তাদের ভক্তদের মধ্যে। বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী বাণী কাপুরকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।bani_kapoor_1

bani_kapoor_top

bani_kapoor

bani_kapoor_9 bani_kapoor_8 bani_kapoor_5 bani_kapoor_4