শ্বেতার নতুন রূপ দেখতে হাজির বচ্চন পরিবার

বিনোদন ডেস্ক : বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। শোবিজ অঙ্গনে তার পরিবারের প্রায় সবাই সম্পৃক্ত। কিন্তু তারকা দম্পতির সন্তান হয়েও নিজেকে আড়ালে রেখেছিলেন অমিতাভ কন্যা শ্বেতা নন্দা। বলিউডের অন্যান্যদের মতো লাইম লাইটও কখনো স্পর্শ করতে পারেনি তাকে।

কিন্তু গত শুক্রবার (৪ নভেম্বর) ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলারের পোশাক পরে র‌্যাম্পে ‌মাতালেন শ্বেতা নন্দা। মেয়েকে এমন নতুনরূপে দেখতে স্বপরিবারে হাজির হয়েছিলেন অমিতাভ। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার শো-স্টপারের ভূমিকায় চমক লাগান শ্বেতা। নিজেকে মেলে ধরতে প্রথমে যদিও বেশ ভয় পেয়েছিলেন শ্বেতা। খোলাখুলি সে কথাও স্বীকার করেছেন তিনি। বোনের সঙ্গে কথা বলে ব্যাপরটা বুঝতে পেরে শ্বেতাকে উৎসাহ দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন অভিষেক বচ্চনও। শ্বেতার এই অভিনব মুহূর্ত হাস্যমুখে বিগ-বিকেও ফ্রেমবন্দী করতে দেখা যায়।‌‌

এ প্রসঙ্গে জয়া বচ্চন বলেন, ‘মেয়েকে এই রূপে দেখার লোভ সামলাতে পারিনি। তাই নিজে যেচে‌ই চলে এসেছি। যদিও শেষ পর্যন্ত সব ভালোভাবেই সামলে নিয়েছে শ্বেতা।’