নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার বেলা ১১টার দিকে ওই এলাকার শ্যামলী স্কয়ারে ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, শর্ট সার্কিট থেকে ওই ভবনে আগুন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণে আছে, ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
তিনি জানান, শ্যামলী স্কয়ারের ষষ্ঠ তলায় মোবাইল ফোনের এক্সসরিজের অনেকগুলো দোকান রয়েছে। সেখানে কিছু দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে।


