
সচিবালয় প্রতিবেদক : আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের চলমান কর্মবিরতিকে দেশের পোশাকখাত ধ্বংসের চক্রান্ত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
তিনি বলেছেন, ‘এভাবে কোনো সুনির্দিষ্ট দাবি-দাওয়া ছাড়া কর্মবিরতি অন্যায় ও অবৈধ। আমরা আশঙ্কা করছি, এই আন্দোলন দেশের গুরুত্বপূর্ণ পোশাকখাত ধ্বংসের চক্রান্ত। তাই শ্রমিক ভাই-বোনদের বলব, এই মুহূর্তে অবৈধ আন্দোলন বাদ দিয়ে দয়া করে কাজে যোগ দিন। কোনো দাবি থাকলে নিয়ে আসেন, আলোচনা করে সমাধান করা হবে।’
আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের চলমান কর্মবিরতিকে অবৈধ ও অন্যায় উল্লেখ করে এই মুহূর্ত থেকে তাদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। একইসঙ্গে তিনি দাবি দাওয়া থাকলে সরকারকে জানানোর অনুরোধ করেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘শ্রম আইন অনুযায়ী বিনা নোটিশ ও সুনির্দিষ্ট দাবি-দাওয়া ছাড়া আন্দোলন করা অন্যায় ও অবৈধ। আশুলিয়ার কিছু গার্মেন্টস শ্রমিক কোনো কারণ ছাড়াই কর্মবিরতি করছে। বেতন-ভাতাসহ সুনির্দিষ্ট কোনো দাবি দাওয়া এখনো তারা আনুষ্ঠানিকভাবে সরকারকে জানাইনি। কী কারণে কর্মবিরতি করছে তাদের ট্রেড ইউনিয়নগুলোর নেতারাও বলতে পারছে না। তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু কোনো দাবির কথা বলা হয়নি। যদি দাবি থাকত তাহলে আলোচনা করে সমাধানের পথ বের করা হতো।’
সরকারের যারা ভালো চায় না তারাই এ আন্দোলন করছে মন্তব্য করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘এ অবৈধ আন্দোলনে দেশি-বিদেশি বিশেষ মহল জড়িত থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কারা করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’