
নিজস্ব প্রতিবেদক : শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, শ্রমিকদের বর্ধিত বেতনের অধিকাংশই যায় বাড়িওয়ালার পকেটে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের নারী উদ্যোগ কেন্দ্র আয়োজিত পোশাক শিল্প ও শ্রমিকদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালায় এ কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শ্রমিকেরা তাদের বর্ধিত বেতন ভোগ করতে পারে না। কারণ, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া বেড়ে যায়। এর ফলে বর্ধিত বেতনের অধিকাংশই যায় বাড়িওয়ালার পকেটে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের জন্য বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তা করছে না। তাদের অডিট রিপোর্ট জমা দেয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টেরা (সিএ)। আমি সিএদের সাফ জানিয়ে দিয়েছি যেসব প্রতিষ্ঠান আইন অনুযায়ী মুনাফার ভাগ শ্রমিকদের দেবে না, তাদের অডিট রিপোর্ট দিলে সিএদের বিরুদ্ধে মামলা করা হবে।
মুজিবুল হক বলেন, আগামী জানুয়ারি থেকে শ্রমিকদের জন্য নতুন ফান্ড চালু করতে যাচ্ছি আমরা। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিল’। এর আওতায় কোনো শ্রমিক কর্মস্থলে মারা গেলে নগদ ৩ লাখ টাকা দেওয়া হবে। তা ছাড়া আরো দেওয়া হবে ২ লাখ টাকা। কোনো গার্মেন্টস শ্রমিকের সন্তান মেধাবী হলে তাদের পড়ালেখার জন্য সহায়তা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ১ লাখ অনানুষ্ঠানিক শ্রমিককে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক নেতারা মূল জায়গায় হাত দেন না। শ্রম আদালতে মামলার ক্ষেত্রে শ্রমিকেরা মালিকদের সঙ্গে পেরে উঠে না, আপনারা সে জায়গায় হাত দেন, শ্রমিকদের ন্যায্য আদায়ে সহযোগিতা করুন।
মুজিবুল হক বলেন, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে নারী শ্রমিকদের থাকার জন্য ডরমেটরি করা সেখানে ছয়তলা ভবন বিশিষ্ট দুটি ডরমেটরি করা হচ্ছে। এটি তৈরি হবার পরে ২ হাজার নারী শ্রমিক এখানে থাকতে পারবেন।
এ ছাড়া মেয়েরা ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করলে তা বিশেষ ব্যবস্থায় দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।