
নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের মূল মজুরি ১০ হাজার টাকা এবং ন্যূনতম মোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা দিয়ে তা কার্যকর করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে। কিন্তু সেই হারে শ্রমিকদের মজুরি বাড়েনি। এজন্য শ্রমিকদের মূল মজুরি ১০ হাজার টাকা এবং ন্যূনতম মোট মজুরি ১৬ হাজার টাকা করা হোক। একই সঙ্গে সোয়েটার পিসরেটসহ সব শ্রমিকদের একই হারে মজুরি বৃদ্ধি এবং গার্মেন্ট শ্রমিকদের রেশনিং প্রথা চালুর দাবি জানান বক্তারা।
অবিলম্বে শ্রমিকদের গণ বরখাস্ত-ছাঁটাই, মামলা-নির্যাতন বন্ধ করে কারাবন্দিদের মুক্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, মঞ্জুর মঈন প্রমুখ ছিলেন।