শ্রমিক নিহত : নীলফামারীর উত্তরা ইপিজেডের সব কারখানা বন্ধ

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক নিহতের ঘটনায় সব কারখানা বন্ধ রয়েছে। ইপিজেড এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ছিল না শ্রমিক-কর্মচারীদের আনাগোনা। বুধবার (৩ সেপ্টেম্বর) সরেজমিন এমন চিত্র দেখা যায়।সূত্র জানায়, কারখানাগুলো খুলে দেওয়ার জন্য বুধবার বিকালে ইপিজেডের ভেতরে বেপজা, জেলা প্রশাসন, শ্রমিক প্রতিনিধি, কারখানা মালিক ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা বৈঠকে বসেছেন।
আগামীকাল বৃহস্পতিবার থেকে কারখানাগুলো চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রশাসক জানান, সমস্যা নিরসনে গত মঙ্গলবার দুপুরে আর্মি, বিজিবি, ইপিজেড, এভারগ্রিন কর্তৃপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকদের ২৩ দফা দাবির বিষয়ে পর্যালোচনা করা হয়েছে।সৃষ্ট ঘটনার তদন্তে বেপজার পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্রমিক নিহতের ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশের পক্ষে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘ইপিজেডের মঙ্গলবারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।তবে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে পুলিশের সাত সদস্য।’
এ বিষয়ে জানার জন্য ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকালে সংঘর্ষে ইপিজেডের এক শ্রমিক নিহতের ঘটনার পর থেকে এ অচলাবস্থার সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মো. হাবিব ইসলাম (২১) নামের এক শ্রমিক নিহত হন।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বজনরা হাসপাতাল থেকে জোরপূর্বক নিহতের লাশ নিয়ে বাড়িতে চলে যান। এরপর ময়নাতদন্ত ছাড়াই রাত সাড়ে ৮টার দিকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।