ঝালকাঠি,প্রতিনিধি:মো.মোছাদ্দেক বিল্লাহ
ঝাকাঠিতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় করাতকল শ্রমিক জাকির হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার সকাল ১১টায় সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সহস্রাধিক এলাকাবাসী মিছিলসহকারে সাড়ে ৩কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে শ্রমিক জাকির হোসেন হত্যার সাথে জাড়িতদেরকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের জোর দাবি জানানো হয়। অনুষ্ঠিত মানববন্ধনে নিহত জাকির হোসেনের স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা, ভাই-বোন ও শ্রমিকসহ শতশত এলাকাবাসী অংশ নেয়।
১৪ অক্টোবর বিকলে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিয়ারি গ্রামের মৃত আব্দুল রশিদ সিকদারের ছেলে স-মিলের মিস্ত্রি জাকির হোসেন সিকদার(৩৩) প্রতিপক্ষ মোস্তফা কাজী ও তাদের লোজকনের হামলায় নিহত হয়।