নিজস্ব প্রতিবেদক : শ্রমিক হয়রানি ও নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে তারা এই সমাবেশ করেন।
সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘কোরবানির ঈদের আগে ৪টি গার্মেন্টস বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন । এমনকি তারা তাদের নায্য পাওনাও পাননি।’
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতা ও বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ঈদের আগে কোন নোটিস ছাড়াই গাজীপুরের ভার্চুয়াল নীটওয়্যার, আব্দুল্লাহপুরের এম.এ.সি.কে শার্টস এবং ফ্রেন্ডস স্টাইল ওয়্যার নামের পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া মহাখালীর অল ওয়েদার ফ্যাশন কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।