নিজস্ব প্রতিবেদকঃ তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে বিরাজমান অস্থিরতা দ্রুত ঠিক হবে বলে প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। শ্রমিকদের জন্য বাড়ানো মজুরির পরিমাণ নিয়েও তারা একমত নন বলে জানিয়েছেন।
বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের শ্রম অধিকারবিষয়ক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এদিন দুপুরে শুরু হওয়া বৈঠকে পররাষ্ট্র সচিব ছাড়াও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহী অংশ নেয়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা প্যাম্পেলোনির নেতৃত্বে ছয় সদস্যের ইইউ প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি, সংসদে পাস হওয়া শ্রম আইন, কার্যকর শ্রমিক ইউনিয়ন ও কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দুপক্ষই।
তিনি বলেন, বাংলাদেশের লেবার সেক্টর নিয়ে জাতীয় যে পরিকল্পনা রয়েছে সেটার অগ্রগতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের যে জিএসপি সুবিধা আমরা পেতে পারি এবং আগামীতে সেটা কীভাবে হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। শ্রম খাতের সংস্কার বিষয়ে প্রতিনিধি দলকে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সাম্প্রতিক নানাবিধ পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছি।
মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রতিনিধি দলকে বলেছি, শুধু প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধনী নয়, বরং সেটার বাস্তবায়নে সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ সেটাও তাদেরকে জানানো হয়েছে। সবকিছু শুনে তারা আমাদের বেশকিছু অগ্রগতির প্রশংসা করেছে।
ন্যূনতম যে মজুরি ঘোষণা করা হয়েছে সেটা আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক দেশের তুলনায় এখনও কম। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, তারা আজকে ন্যূনতম মজুরি নিয়ে কোনো প্রশ্ন করেনি। কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে। ইইউর প্রতিনিধি বলেছে- শতকরা ৫৬ ভাগ যে মজুরি ঘোষণা এসেছে, এর সঙ্গে সবাই একমত নন। তারা ইতোমধ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে দেখা করেছে। তারা আশা করছে, বর্তমানে শ্রম খাতে যে অবস্থা বিরাজ করছে, সেটা দ্রুত ঠিক হয়ে যাবে।
এদিন শিশু শ্রম, কর্ম পরিবেশ উন্নয়ন, শ্রম ইউনিয়ন দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের আরও অগ্রগতির সুযোগ রয়েছে বলে ইউরোপীয় ইউনিয়ন উল্লেখ করেছে বলে জানান পররাষ্ট্র সচিব।
নির্বাচন প্রসঙ্গে কথা হয়েছে কিনা- জানতে চাইলে সচিব বলেন, নির্বাচন নিয়ে আলাদা করে আলোচনা হয়নি। আমরা তাদেরকে বলেছি যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ দরকার। আমরা আশা করছি সব দল অংশ নেবে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, বাংলাদেশের রপ্তানির শতকরা ৮৫ শতাংশ গার্মেন্টস থেকে আসে। সুতরাং এলডিসি গ্রাজুয়েশন পরবর্তীতে যদি আমাদের জিএসপি প্লাস থাকে একই সঙ্গে গার্মেন্টস সেক্টর যদি ওই সুবিধার বাইরে থাকে তাহলে এটা অর্থহীন। সেজন্য তারা যেন সেভাবে রিপোর্ট দেয়, সেটা তাদেরকে জানানো হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছান ই এলাহী বলেন, লেবার ইস্যুতে আমাদের ন্যাশনাল প্ল্যান অ্যাকশনের যে ৯টি টার্গেট আছে সেগুলো নিয়ে তারা কথা বলেছেন। যেগুলোর প্রায় শতকরা ৮০ ভাগ অগ্রগতি হয়েছে। লেবার ল’ ডেপ্লয়মেন্ট নিয়ে তারা কথা বলেছেন। তারা বলেছেন, এ ব্যাপারে আইএলও সন্তুষ্ট কিনা? আমরা বলেছি, আইএলওর সঙ্গে সিরিজ বৈঠক হয়েছে। তাদের অনেক সাজেশন আমরা নিয়েছি। আবার অনেকগুলো নিতে পারিনি।


