শ্রাবণ প্রকাশনীর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : একুশের বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিবাদে বাংলা একাডেমির সামনে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ মানববন্ধনে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান বলেন, ‘সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করা হয়েছে। এটি মহা অন্যায়। আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। এরপরও যদি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে পরে আরো কঠোর কর্মসূচি পালন করব।’

সম্প্রতি শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।