নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থ মেলায় শ্রাবণ প্রকাশনীর ওপর আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলা একাডেমি।
শুক্রবার বাংলা একাডেমির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৬ ডিসেম্বর অমর একুশে গ্রন্থ মেলায় শ্রাবণ প্রকাশনীর ওপর নিষেধাজ্ঞার খবর গণমাধ্যমে প্রথম প্রকাশিত হয়।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবীন আহসান এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘শ্রাবণ প্রকাশনী একুশে বইমেলা ২০১৭-এ থাকছে। বাংলা একাডেমির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রাবণ প্রকাশনীর সঙ্গে এই ক্রান্তিকালে যে বন্ধুরা ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গণমাধ্যম ও বাংলা একাডেমির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই।’
বাংলা একাডেমির এ সিদ্ধান্তের ফলে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থ মেলায় শ্রাবণ প্রকাশনীর অংশগ্রহণ নিয়ে কোনো বাধা থাকল না।
প্রতি বছর ফেব্রুয়ারিতে মাসব্যাপী বইমেলা হয় বাংলা একাডেমি চত্বরে। মেলার পরিধি এখন বাংলা একাডেমি ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত পৌঁছে গেছে। এই মেলাকে ঘিরে পাঠক ও প্রকাশকদের আগ্রহ থাকে বছর জুড়ে।