শ্রীনগরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার

মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনাগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ। ১১ নম্ভেবর শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, শার্ট প্যান্ট পরিহিত নিহত যুবকের পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।