
সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জঃ শ্রীনগরে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে মাশুরগাঁও পুরাতন ফেরীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কনকসার এলাকার দেলোয়ার খান (৫৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তারা ঢাকার লক্সীবাজার এলাকায় খালেক মিয়ার বাসার ভারাটিয়া। তারা দীর্ঘদিন ধরে শ্রীনগর ও লৌহজং উপজেলার বিভিন্ন স্থানে মাদক সাপ্লাই করে আসছিল।