
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের আমবুলি গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হাবিবুর রহমানের বাড়ির সামনে রাস্তা থেকে আমজাদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী লালমুদ্দিন (৪০) কে এলাকা বাসী মাদক দ্রব্যসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এলাকাবাসী সূত্রে জানা-যায়, মাদক ব্যবসায়ী লালমুদ্দীন দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিক্রী করে আসছিল। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় এখনও মামলা হয়নি। তবে কি ধরনের মাদক দ্রব্য তার কাছে পাওয়া গেছে তা জানা-যায়নি।