শ্রীনগরে শিশুর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ শ্রীনগরে এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামের বিডিয়ারের বাগান বাড়ি নামক স্থানের খালের পাশে ৭ বছরের শিশু আকাশের লাশ এলাকাবাসী উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। পারিবার সূত্রে জানা-গেছে, গত কাল বুধবার সন্ধ্যার একট ুআগে জালালের পুত্র আকাশ নিখোঁজ হয়। আশ-পাশ ও নিকট আতীœয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোজা খুজি করলেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বিডিয়ারের বাগান বাড়িনামক স্থানে খালে পাশে মাটির নিচে মাথা ও পা উপরে থাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়। শিশুটির লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। শিশুর পিতা জালালের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাতপুরে। সে গত ২ বছর ধওে হাঁসাড়া বিডিয়ারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে সন্দেহ ভাজন একজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।