শ্রীনগরে সংখ্যা লঘু নির্যাতন

সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামের সংখ্যা লঘু হিন্দু (সনাতন) সম্প্রদায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে । এলাকার আলম গাজীর দিঘী সংলগ্ন বাইনা পাড়ার গোপাল সরকার ওরফে দইরার বড়ীতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় মৃতঃ শেখ তবিরের ছেলে নূর মোহাম্মদ কুটি (৪৫),তার সঙ্গে ছিল বহিরাগত তার শ্যালক .যাহার বাড়ী ষোলঘর এবং অজ্ঞাত আরও কয়েকজন সন্ত্রাসী । প্রথমে সন্ত্রাসীরা দইরার ছেলে মানিক সরকারের উপর হামলা চালায়, মধ্য হাঁসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লোহার ব্রীজের উপর । এরপর অপর ছেলে হরিপদ সরকারের উপর হামলা চালায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমানের বাড়ী সংলগ্ন স্থানে । পরবর্তীতে সন্ত্রাসীরা বাইনা পাড়ার দইরার বাড়ীতে হামলা করে দইরার  ৭ ছেলের স্ত্রী কে আহত করে এবং শ্লীলতাহানী করে । গত ১/০১/২০১৮ ইং রোজ সোমবার  সকাল আনুমানিক ৮:২০ঘটিকা সময় এই তান্ডবের সুত্রপাত বলে স্থানীয়রা জানায় । সন্ত্রাসীরা চা-পাতি দিয়ে ঘরের টিন , বেড়া ও স্থাপনার ব্যাপক   ক্ষতি সাধন করে  এবং বাড়ী ঘর দখলের চেষ্টা করে। জায়গা নিয়ে বিরোধের জেরে এ হামলা বলে জানায় এলাকাবাসী। এলাকাবাসীর প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন প্রতিকার না পেয়ে গত ০৪/০১/২০১৮ইং তারিখে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করে সংখ্যালঘু পরিবারটি। বর্তমানে সন্ত্রাসীরা পলাতক অবস্থায় আছে। স্থানীয় সুফিয়া মেম্বার ও শহীদ খান মিমাংসার দায়িত্ব নিলেও  তারা ব্যার্থ হয়েছেন। এলাকার এক গড ফাদারের ছত্র ছায়ায় সন্ত্রাসীরা সংখ্যা লঘুদের  উপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ সংখ্যা লঘু। ন্যায় বিচার ও আসামীদের গ্রেফতারের প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী , মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী , মহা-পুলিশ পরিদর্শক , মহা-পরিচালক র‌্যাব, পুলিশ সুপার মুন্সিগঞ্জ এর হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় , সুশীল সমাজ ও সর্বস্তরের জনগন।