
মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ শ্রীনগরের আটপাড়া ইউনিয়নের পূর্ব দেউলভোগ মেম্বার পাড়া নামক এলাকার আলী হোসেন এর লম্পট ছেলে শাওন (২৭) এর বিরুদ্ধে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ফলে অন্তস্বত্তা হওয়ায় পর জোর-পূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা-যায়, উপজেলার পূর্ব দেউলভোগ মেম্বার পাড়া এলাকায় লম্পট শাওন ও স্কুল ছাত্রীর পরিবারের পাশা-পাশি বসবাস। গরীব স্কুল ছাত্রী দীর্ঘদিন ধরে রাতে শাওনের মায়ের সাথে ঘুমাতো।
শাওনের মায়ের ডায়াবেটিস থাকার কারনে প্রতিদিন ভোরে সে হাটতে বের হন। এই সুযোগকে কাজে লাগিয়ে শাওন স্কুল ছাত্রীকে প্রথমে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং এ বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি প্রদান করে। পরবর্তীতে লম্পট শাওন ঐ স্কুল ছাত্রীকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিক বার শারিরীক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে, স্কুল ছাত্রী ৫ মাসের অন্তসত্বা হয়ে পড়ে।
ঘটনাটি এলাকায় জানা-জানি হয়ে পড়লে, লম্পট ছেলের ক-ুকির্তি ধামা চাপা দেওয়ার জন্য শাওনের মা শিউলি (৫০) ও তার বোন সোনীয়া আক্তার (২৩) ঐ স্কুল ছাত্রীকে ঢাকায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত ঘটায়। এ ব্যাপারে স্কুল ছাত্রীর বাবা আঃ সালাম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩০(১০)২০১৭ ইং। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস,এম আলমীগর হোসেন জানান যে, মামলা রুজু হয়েছে এবং মামলার আসামীদেরকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।