
সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধুর লাশ ফেলে পালিয়েছে শ^শুর বাড়ির লোকজন। মঙ্গলবার ৯ জানুয়ারি দুপুর ২ টার দিকে রিতীকা আক্তার (১৮) নামে এক গৃহবধুর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায় স্বামীর বাড়ির লোকজন। পরে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শ্রীনগর থানার এস.আই আতিকুর রহমান জানান, গৃহবধু রিতীকাকে মূমুর্ষু অবস্থায় মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশে তার শ^শুর বাড়ির লোকজন। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার গৃহবধুকে মৃত ঘোষনা করেন। এরপরই গৃহবধুর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলেই পালিয়ে যায় শ^শুর বাড়ির লোকজন।
গৃহবধুর বাবা সিরাজ তালুকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার মেয়েকে গলা টিপে হত্যা করেছে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। উল্লেখ্য, মাত্র ৯ মাস আগে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের সিরাজ তালুকদারের মেয়ে রিতীকা আক্তার ও একই গ্রামের আলতাব তালুকদারের ছেলে সোহেল তালুকদার প্রেম করে পালিয়ে বিয়ে করেন। এব্যপারে গৃহবধুর বাবা সিরাজ তালুকদার বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অভিযোগ করেছেন