
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রামের পাটখেত থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, এলাকাবাসী লাশটি পাটখেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।