শ্রীপুরে এক আওয়ামী নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

শ্রীপুর থেকে ইমন পারভেজঃ আজ গাজীপুরের শ্রীপুরে পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্হল থেকে ফারুকের শরীর থেকে দুটি হাত আলাদা অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ শ্রীপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর হবে ধারণা করা হচ্ছে। তার গ্রাম কেওয়া পশ্চিম খন্ড ৯নং ওয়ার্ড তার পরিচয় পাওয়া যায়।
গাজীপুর শ্রীপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম ক্রাইম পেট্রোল বিডিকে জানান; ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে মামলার প্রস্তুতি চলছে।