শ্রীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে শ্রীপুরের কাউরাইদ এলাকা থেকে লাশটি উদ্ধার করে রেল পুলিশ।

নিহত ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর। পড়নে নীল কামিজ এবং ধূসর রংয়ের প্যান্ট রয়েছে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, স্থানীয়রা কাউরাইদ এলাকায় রেললাইনের পাশে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।