
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠের পাশে এ ঘটনা ঘটে। আরিফুল শ্রীপুরের কাউরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত করিম মিয়ার ছেলে।
কাউরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, আরিফুল ইসলাম পেশায় মাছ ব্যবসায়ী হলেও খেলাধুলার প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। প্রায় প্রতিদিন সে ওই মাঠে খেলা করতো। দুইদিন আগে ফুটবল খেলা নিয়ে বেলদিয়া গ্রামের মৃত আব্দুলের ছেলে নয়নের সঙ্গে আরিফুলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে নয়ন কয়েকজন সহযোগী নিয়ে স্কুল মাঠের পাশে আরিফুলের ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নয়ন ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।