শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০৭

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ থাকা আরও ২১৪ জনের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি আজ শুক্রবার (৫ ডিসেম্বর) এ খবর জানায়।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, সাইক্লোন দিতওয়া’র প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দ্বীপ রাষ্ট্রটির ২ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।