
ক্রীড়া ডেস্ক: জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমলকে।জিম্বাবুয়ে ওপেনার চামু চিবাবার বিপক্ষে বিপদজনকভাবে বল থ্রোর জন্য তাকে এ জরিমানা করা হয়েছে।
সোমবার বুলাওয়েতে একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়েও শ্রীলঙ্কা। ওই ম্যাচে বিপদজনকভাবেবল থ্রো করার জন্য লাকমলকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকারত্রিদেশীয় এ সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে জিম্বাবুয়েতে। গতকাল বৃষ্টির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি ১৬ ওভার অনুষ্ঠিত হয়েছে। এরপর বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে যায় ম্যাচটি।
ওই ম্যাচের দ্বিতীয় ওভারেই চিবাবার বিপক্ষে এমন বিপদজনক বোলিং ডেলিভারি দেন লাকমল। একটি শট খেলার পর চিবাবা ক্রিজে দাঁড়িয়েছিলেন। তিনি কোনো রান নেওয়ার প্রচেষ্টা না চালালে লাকমল তার দিকে বল ছুঁড়ে দেন।
তার এমন কর্মকাণ্ডের পর এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘ওই থ্রোটি ব্যাটসম্যানকে অতিক্রম করে উইকেট রক্ষকের কাছে পৌছেছিল। তারপরও বোলারের এমন প্রতিক্রিয়া খেলারস্প্রিটের বিপরীতে যায়।’
এ অপরাধের জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি লাকমলের নামের পাশে দুটি ডেমিরেটস পয়েন্ট যোগ করা হয়েছে।