শ্রীলঙ্কা সিরিজে নেই ক্রিস লিন

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে পড়েছেন ক্রিস লিন। ঘাড়ের চোটের কারণে ওই সফরে খেলতে পারবেন না তিনি।

গত সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনের সময় ঘাড়ে চোট পান ক্রিস লিন। সদ্য পাওয়া এই চোটের কারণে শ্রীলঙ্কা সফরে তার পরিবর্তে খেলবেন বেন ডাঙ্ক। সম্প্রতি বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি।

ক্রিস লিনের ইনজুরি নিয়ে দলের ফিজিও কেভিন সিমস বলেন, ‘পুনর্বাসনের অংশ হিসেবে দলের সঙ্গে হালকা অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিস। তবে ঘাড়ে ব্যাথা থাকায় আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য প্রস্তুত নয় সে। এই সপ্তাহের পর পরিস্থিতি বিবেচনা করে তাকে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হবে।’

অন্যদিকে বিগ ব্যাশে দারুণ পারফর্ম করা বেন ডাঙ্কের ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়। ওই সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ২, ২৩ এবং ১৪ রান করায় এরপর তার উপরে নজর পড়েনি নির্বাচকদের। তবে সম্প্রতি বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্সের মধ্য দিয়ে আবারও দলে ডাক পেয়েছেন তিনি।

আগামী ১৭ ফেব্রুয়ারি মেলবোর্নে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে শ্রীলঙ্কাকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া।