বিনোদন ডেস্ক : উত্যক্তকারীর কাছ থেকে হত্যার হুমকি পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন কিংবদন্তি অভিনেতা কমল হাসানের বড় মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান। তাকে উত্যক্তকারী ভারতের কর্ণাটকের চিকিৎসক কেজি গুরুপ্রসাদ।
চলতি বছরের ৭ সেপ্টেম্বর এই উত্যক্তকারী মাইক্রোব্লগিং সাইট টুইটারে শ্রুতি হাসানকে অকথ্য ভাষায় মেসেজও পাঠিয়েছিল।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, গত বুধবার চেন্নাইয়ের পুলিশ কমিশনারের অফিসে সাইবার ক্রাইম অভিযোগ সেলে দুই পাতার একটি অভিযোগপত্র জমা দেন শ্রুতি হাসান। এ অভিনেত্রীর হয়ে অভিযোগপত্রটি জমা দেন তার এজেন্ট প্রবীণ অ্যান্টনি।
এই অভিযোগপত্রে শ্রুতি অভিযোগ করেছেন, এই উত্যক্তকারী কয়েকটি মেসেজে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এমনকি শ্রুতি তার আশেপাশে আসলে তাকে ছুড়ি চালিয়ে হত্যা করার হুমকি পর্যন্ত দিয়েছে। অভিযোগ পত্রের সঙ্গে তাকে দেওয়া হুমকির স্ক্রিনশটও জমা দিয়েছেন শ্রুতি।
গুরুপ্রসাদ কর্ণাটকে হাসান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এ চিকিৎসক হিসেবে কাজ করছেন।
এর আগে ২০১৩ সালে তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে অন্য এক উত্যক্তকারীর আক্রমণের শিকার হয়েছিলেন শ্রুতি।