
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দিবাস্বপ্ন দেখে কোন লাভ হবে না। আপনারা যে বিষধর সাপ নিয়ে খেলছেন, সে সাপই খুব শিগগিরই আপনাদের ছোবল দেবে। তখন আপনারা বুঝতে পারবেন ষড়যন্ত্রের রাজনীতির কি পরিণতি হতে পারে।
শুক্রবার দুপুরে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি আজকে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বৃহস্পতিবার ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকার পতনের কথা বলেছেন।
তাহলে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই রায় কি সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে কি না?’
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘আপনি আগুন নিয়ে খেলবেন না, এই আগুনে আপনাদের হাতই জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে। এই বাঙালি জাতি কোন ষড়যন্ত্র-চক্রান্তের কাছে মাথা নত করে নাই।’ যারা ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এবং সরকার পতনের হুমকি দিচ্ছে তাদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিএনপির উদ্দেশে আবদুর রহমান বলেন, ‘আপনারা দিবাস্বপ্ন দেখতে পারেন বটে কিন্তু এই দিবাস্বপ্ন দেখে কোন লাভ হবে না। শেখ হাসিনার নেতৃত্বেই আগামী দিনে এই সরকার পরিচালিত হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। একটু অপেক্ষা করুন। মেঘ কেটে যাবে, দিবসের সূর্য উঠবে।’
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের লক্ষ্যে রাষ্ট্রপতি একটি স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেছেন। নির্বাচন না করে অন্ধকারের গলি পথ খুঁজে কারো কোন লাভ হবে না।’ এই দেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন করবে বলেও উল্লেখ করেন তিনি।
মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন ও সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পান্না, দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন রোজী, প্রচার সম্পাদক নীলিমা আকতার লিলি, সমাজকল্যাণ সম্পাদক ডা. সেলিনা আখতার।