নিজস্ব প্রতিবেদক : দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
জঙ্গিবাদ মোকাবিলায় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শিক্ষার্থীর সঠিক শিক্ষা প্রদান করুন। তার যেন ভুল পথে পা না বাড়ায়। ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের জঙ্গি বানাচ্ছে অসাধুরা। তবে জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ইতোমধ্যেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে।
সমিতির সভাপতি নুরুজ্জামান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।