
নিজস্ব প্রতিবেদক: আল্ট্রাসনোগ্রাম মেশিন আর দুজন ডাক্তারের অভাবে ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালটি অকার্যকর হয়ে পড়েছে। ফলে জেলার রোগীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ডায়াগনস্টিক-প্যাথলজি সেন্টারগুলোতে যেতে বাধ্য হচ্ছে। এই সুযোগে তারা ইচ্ছামতো ফি নেওয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগীদের।
পরীক্ষা-নিরীক্ষার নির্দিষ্ট কোনো রেট নেই ঠাকুরগাঁও শহরের ডায়াগনস্টিক বা প্যাথলজিক্যাল ল্যাবরেটরিগুলোর। খেয়াল-খুশিমতো টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। মালিক সমিতির অনুমতি ছাড়া ছবি তোলায় এভাবেই প্রতিক্রিয়া জানায় মাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
মাম হাসপাতাল ও ডায়াগোনেস্টিকের মালিক মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ক্যামেরা দিয়ে ছবি তুলবে, এটি কেমন কথা। রোগীরাই আমাদের কাছে আসছে।
কফ, প্রস্রাব, রক্ত, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রেসহ রোগ নির্ণয়ের সব পরীক্ষা-নিরীক্ষা হয় সিডিসি ডায়াগনস্টিক সেন্টারে। কিন্তু ভাউচার ছাড়াই বেশি ফি আদায়ের অভিযোগ ভুক্তভোগীদের। কিন্তু সদুত্তর নেই সিডিসি কর্তৃপক্ষের।
রোগীর স্বজনরা জানান, তারা পরীক্ষার পর ভাউচার না দিয়ে ৪ হাজার ৭০০ টাকা আদায় করছে। অথচ কি কি পরীক্ষা করানো হচ্ছে, সেটাও আমরা জানতে পারছি।
শহরে এ ধরনের ১২০টি প্রতিষ্ঠান থাকলেও ৪০টি নিয়ে আছে মালিকদের অ্যাসোসিয়েশন। কিন্তু বাড়তি টাকা আদায়সহ কোনো অভিযোগের দায়িত্ব নিতে নারাজ তারা।
এদিকে সরকারি হাসপাতালে টেস্ট করাতে না পেরে বাইরে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। আর হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি, আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট। আর প্যাথলজি ও রেডিওলজি বিভাগে দুজন ডাক্তার না থাকায় প্যাকেজ সুবিধা না পেয়ে রোগীরা বাইরে যাচ্ছেন।
এ অবস্থায় সাধাধারণ মানুষকে রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
প্রায় ১৫ লাখ মানুষকে সেবা দিতে সরকারি হাসপাতালটিকে কার্যকর করার দাবি জেলাবাসীর।