সংক্ষিপ্ত স্কোর . বাংলাদেশ ১২১ রানে ৩ উইকেট

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। ডাম্বুলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক উপল থারাঙ্গা। টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ১১৯/২

আউট হয়ে ফিরে গেছেন : সৌম্য সরকার (১০) ও সাব্বির রহমান (৫৪)।

দ্বিতীয় উইকেটের পতন : ২২তম ওভারের তৃতীয় বলে উপল থারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে আউট হন দারুণ খেলতে থাকা সাব্বির রহমান। বোলার ছিলেন আসেলা গুনারত্নে। সাব্বির ৫৬ বলে ১০টি চারের সাহায্যে ৫৪ রান করেন।

বাংলাদেশের দলীয় ১০০ : সান্দাকানের করা ১৮তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে দলীয় শতরান পূর্ণ করেন সাব্বির রহমান। ওভার প্রতি ৫.৩৫ গড়ে রান তুলছে বাংলাদেশ।

তামিম-সাব্বিরের অর্ধশত রানের জুটি : সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পর তামিমের সঙ্গে জুটি বাঁধেন সাব্বির রহমান। ইতিমধ্য এ জুটি ৪৯ বলে ৫০ রান সংগ্রহ করেছে। যেখানে সাব্বিরের রান ৩০ আর তামিমের ১৮।

দলীয় অর্ধশতক : ৮ ওভার শেষে বাংলাদেশের দলীয় রান ৫০। ৬.৬০ গড়ে রান আসে প্রথম ৮ ওভারে।

প্রথম উইকেটের পতন : সুরাঙ্গা লাকমালের তৃতীয় ওভারের চতুর্থ বলটি অ্যাক্রোস দ্য লাইনে খেলতে যান। বলটি বুঝতে পারেননি তিনি। বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক দিনেশ চান্দিমালের গ্লাভসে জমা হয়।

১২৩তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের।

টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তে টেস্টে উইকেটের পিছনে না দাঁড়ালেও আজ ওয়ানডেতে কিপিং করবেন মুশফিকুর রহিম। সবশেষ একাদশ থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, কাজী নুরুল হাসান সোহান, তানভীর হায়দার। দলে এসেছেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ।

২০১৩ সালে সবশেষে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। রনগিরির এ মাঠে ২০১০ এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ৩টি ম্যাচেই হেরেছিল টাইগাররা। আজ অতীতের দুঃস্মৃতি কাটিয়ে জয়ে ফেরার লক্ষ্য বাংলাদেশ দল মাঠে নামবে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল :
দানুস্কা গুনাথিলাকা, উপল থারাঙ্গা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকসান সান্দাকান, মিলিন্দা শ্রীবর্ধনে ও লাহিরু কুমারা।