
নিজস্ব প্রতিবেদক : রংপুরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগসহ অতীতের সব হামলার বিচারের দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। একই সঙ্গে তারা ধর্ম অবমাননার অভিযোগ তুলে গ্রেপ্তার টিটু রায়ের মুক্তির দাবি জানান।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানায় সংগঠনগুলো।
জাগো হিন্দু বাংলাদেশ, জাতীয় হিন্দু মহাজোট, বিশ্ব হিন্দু পরিষদ, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু সেবক সংঘ নামে কয়েকটি ব্যানারে সংগঠনগুলো কর্মসূচিতে অংশ নেয়।
জাগো হিন্দু বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু বালা বলেন, গত ১০ নভেম্বর টিটু রায়ের নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৩০টির বেশি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর গত ১৪ নভেম্বর বাগেরহাটের চিতলমারির আডুলিয়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বী ঋষিকেশ মন্ডলের বাড়িতে আগুন দেওয়া হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামের চারটি পরিবারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি এসব হামলাসহ অতীতের সব হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান এবং এ ধরনের ‘ষড়যন্ত্রমূলক হামলা’ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বিনয় ভুষণ জয়ধর, নরেন্দ্রনাথ মজুমদার, হিরেন্দ্রনাথ বিশ্বাস, গোবিন্দ প্রামাণিকসহ সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।