
মার্কিন জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ। ২০০২ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে দুনিয়া জুড়ে তার ভক্তবৃন্দ ।
নিজের গান দিয়েই ক্যারিয়ারের আলোচিত হয়েছেন সেলেনা। চলতি বছর ‘ভোগ’ ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায় কাভারে জায়গা করে নেন তিনি।
সম্প্রতি ক্যারিয়ার নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন ম্যাগাজিনটির সঙ্গে। কথা প্রসঙ্গে গান থেকেও দূরে সরে যাওয়ার পরিকল্পনা জানিয়েছেন সেলেনা গোমেজ।
ক্যারিয়ারে মিউজিক নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে ‘ভোগ’কে সেলেনা বলেন, ‘মানুষ যখন আপনার কাজকে গুরুত্বের সাথে না নেয়; তখন গান করা চালিয়ে যাওয়া সত্যিই কঠিন। আমার ক্যারিয়ারে এমন কিছু মুহূর্ত আছে, যখন আমার গান নিয়ে জবাবদিহিতাও করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমার ক্যারিয়ারের সেরা গানগুলোর অন্যতম হচ্ছে ‘লুস ইউ টু লাভ মি’। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষের জন্য গানটিও যথেষ্ট নয়।’
ভক্তদের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি, আমার গানের অনেক শ্রোতা আছে। তারা আমার গানকে ভালোবাসেন। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। কিন্তু সংগীত থেকে আমি অবসর নেব।’