
কম্বোডিয়ার সঙ্গে সামরিক সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীর দায়িত্ব পালনের চেয়ে সরাসরি আলোচনায় আগ্রহী থাইল্যান্ড। শুক্রবার (২৫ জুলাই) থাইল্যান্ডের দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা নতুন করে সংঘাতে রূপ নিয়েছে এবং একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। যা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সঙ্গে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় লড়াই।
শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো উভয় পক্ষের মধ্যে গোলাবর্ষণ হয়েছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকর্নদেজ বালানকুরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন- যুক্তরাষ্ট্র, চীন এবং আসিয়ান আঞ্চলিক জোটের বর্তমান চেয়ার মালয়েশিয়া সংলাপে মধ্যস্থতার প্রস্তাব দিলেও ব্যাংকক এই সংঘাতের দ্বিপাক্ষিক সমাধান চাইছে।
তিনি বলেন, ‘আমি মনে করি মধ্যস্থতার জন্য আমাদের তৃতীয় কোনো দেশের প্রয়োজন নেই।’
আসিয়ানের বর্তমান চেয়ারম্যান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার জানান, তিনি উভয় দেশের নেতার সঙ্গে কথা বলেছেন এবং তাদের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। থাইল্যান্ড ও কাম্বোডিয়া উভয় দেশই আসিয়ানের সদস্য।
থাইল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী রাস জলিচান্দ্র সাংবাদিকদের বলেন, ‘আমরা মধ্যস্থতার প্রস্তাবকে সম্মান করি এবং তৃতীয় কোনো দেশের সহায়তা পুরোপুরি অস্বীকার করছি না, তবে বর্তমানে আমাদের বিশ্বাস, দ্বিপাক্ষিক ব্যবস্থাগুলো এখনো পুরোপুরি প্রয়োগ করা হয়নি।’
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়েই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মত হয়েছিল। তবে পরে থাইল্যান্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
হুন মানেতের এমন মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি থাই সরকার। বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এর জন্য একে অপরকে দায়ী করে আসছে। সীমান্তে একটি অংশকে কেন্দ্র করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠান গত এক শতাব্দীরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে সংঘাত বিদ্যমান রয়েছে।
কম্বোডিয়ান দূত ফনম পেনকে বহিষ্কার এবং দেশটিতে থাকা থাইল্যান্ডের দূতকে প্রত্যাহার করে নেয়ার একদিন পরই সীমান্তে সংঘাত শুরু হয়। বিশেষ করে সীমান্তে ল্যান্ডমাইন পুতে রাখার কারণে তা বিস্ফোরিত হয়ে থাইল্যান্ডের একাধিক সেনা আহত হয়। এর জন্য ব্যাংকক কম্বোডিয়াকে দায়ী করলে ফনম পেন তা সরাসরি অস্বীকার করে।