সাহসী সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চ্যানেল এস-এর প্রতিনিধি ও অভিনেতা মামুনুর রশীদ রানাকে বিজয় সম্মাননা হিসেবে ভিক্টোরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (BMSS) এবং বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে গতকাল ২৫ ডিসেম্বর বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (BMSS) মহাসচিব মো: ছগীর আহমেদ এর সার্বিক সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের বিচারপতি, গণমাধ্যমের শীর্ষ নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণকালে মামুনুর রশীদ রানা বলেন, এই স্বীকৃতি আমার জন্য গর্বের এবং দায়িত্বের। সাংবাদিকতা ও সংস্কৃতির মাধ্যমে সমাজের পক্ষে কথা বলার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিল।


