সংবাদ কর্মীর কাছ থেকে ক্যামেরা, টাকা, মোবাইল ও আইডি কার্ড ছিনতাই

সিরাজুল ইসলাম খানঃ উত্তরা দক্ষিনখান মোল্লারটেক এলাকায় থেকে ক্রাইম পেট্রোল বিডি এর ক্যামেরা ম্যান রতন পেশাগত দায়িত্ব পালন কালে তার উপর হামলা, করে মারধর করে তার ক্যামেরা মোবাইল আইডি কার্ড নগদ টাকা ছিনেয়ে নিয়ে দূরত্ব পালিয়ে যায়। এলাকা বাসী জানান, এরা মখাটে ছেলে এদের কে আপনে খুঁজে পাবেন না। এ রিপোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি মামলার প্রস্ততি চলছে।