বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ক্রাইম পেট্রোল বিডি-এর ভোলা জেলা প্রতিনিধি বাবুল মিয়া (৪০)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায়। জানা যায়, তিনি ওই এলাকায় মাদক ও গাঁজা সংক্রান্ত একটি সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়।
হামলায় বাবুল মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা তার মাথায় ৬টি সেলাই দিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা না হলেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সাংবাদিক বাবুল মিয়ার ওপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্রাইম পেট্রোল বিডি পরিবার।


