গাজীপুর প্রতিনিধি: সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকি, মারধর ও লুটপাটের শিকার হয়েছেন মোঃ রফিকুল ইসলাম—জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকার সংবাদদাতা। ঘটনাটি ঘটে ছয়দানা হাজির পুকুর মসজিদ সংলগ্ন বি বেঙ্গল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির সামনে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, অফিসিয়াল অ্যাসাইনমেন্টে ঘটনাস্থলে গিয়ে কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ দেখে প্রতিষ্ঠানটির কাগজপত্র ও সরকারি বিধি-বিধান সম্পর্কে জানতে চাইলে মালিক এনামুল হক ক্ষিপ্ত হয়ে তাকে পুড়িয়ে হত্যার হুমকি দেন। এ সময় তাকে টানাহেঁচড়া ও কিল-ঘুষি মারার পাশাপাশি ব্যাগে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে পত্রিকা অফিসের নির্দেশনায় সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকি ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সংবিধান ও তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সাংবাদিকরা তথ্য সংগ্রহে আইনি সুরক্ষা ভোগ করেন। এ ঘটনায় সাংবাদিক হয়রানি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক মহল।


