সংবাদ সংগ্রহ করতে গেলে “কালের কন্ঠ” পত্রিকার রিপোর্টারকে প্রাণনাশের চেষ্টা

তানজিল হোসেন, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে জায়গাজমি সংক্রান্ত দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণের সময় “কালের কণ্ঠের” মাল্টিমিডিয়ার ভোলা জেলা সংবাদদাতা পরাণ আহসানের ওপর নিষিদ্ধ সংগঠন সাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাচড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের দরুন বাজার এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন থেকে সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেলে ভোলা সদরে ফেরার পথে পরাণ আহসান দরুন বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তাকে জানান যে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। তিনি গাড়ি থেকে নেমে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের চেষ্টা করলে সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জামাল হাওলাদার, মোসাঃ শিখা, ছাত্রলীগ কর্মী রবিন ও দলু হাওলাদার সহ আরও সাত-আট জন দা ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত ও হিংস্র হামলা চালায় এবং অখ্যাত ভাষায় গালিগালাজ করে। হামলাকারীরা সাংবাদিক পরিচয় সত্ত্বেও তাকে এলোপাথারি মারধর করে এবং পাশে থাকা পুকুরে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরাণ আহসান নিজে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ছয় জনকে আসামি করে মামলা করেন। এছাড়াও সাত-আট অজ্ঞাতনামা ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, হামলার ঘটনায় সাংবাদিক পরাণ আহসান মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অবহৃত রয়েছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি এবং ভোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সত্যের কণ্ঠরোধের এই ন্যাক্কারজনক হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়। এটি জনগণের জানার অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের উপর আঘাত। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে স্তব্ধ করার চেষ্টা, আর সেই চেষ্টা কখনো সফল হবে না।