
সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস রোডে সোমবার দুপুরে একটি সড়ক দুর্ঘটনায় এক গাড়িচালক নিহত ও দুজন আহত হয়েছেন বলে বুধবার নিশ্চিত করেছে দুবাই পুলিশ। আহতদের অবস্থা ‘মধ্যম থেকে সামান্য’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
দুবাই ক্লাব ব্রিজ পার হয়ে শারজাহমুখী পথে তিনটি গাড়ির সংঘর্ষ ঘটে। পুলিশ জানায়, খুব কাছাকাছি গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে—যা গুরুতর সড়ক দুর্ঘটনার সাধারণ একটি কারণ।কর্তৃপক্ষ প্রকাশিত ছবিতে একটি সেদান গাড়ি ও একটি ছোট ট্রাকের পিষ্ট হয়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।
দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুয়াইদান জানান, স্থানীয় সময় বিকেল ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, একজন চালক সামনের গাড়ির সঙ্গে যথেষ্ট দূরত্ব রাখেননি, যার ফলে এ সংঘর্ষ ঘটে।’
আধিকারিক পরিসংখ্যান উল্লেখ করে ব্রিগেডিয়ার জুমা বলেন, দুবাইয়ের সড়কগুলোতে পেছন দিকের সংঘর্ষের প্রধান কারণ হলো পর্যাপ্ত দূরত্ব না রাখা।তিনি বলেন, ‘এ ধরনের লঙ্ঘন গুরুতর এমনকি প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রতিরক্ষামূলক ড্রাইভিংয়ের একটি গুরুত্বপূর্ণ দিক, যা জীবন ও সম্পদ রক্ষায় অপরিহার্য। ফেডারেল ট্রাফিক আইন অনুযায়ী, এ অপরাধে ধরা পড়লে ৪০০ দিরহাম জরিমানা ও চারটি কালো পয়েন্ট যোগ হয়।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য নিশ্চিত করে রোডসেফটি ইউএই জানিয়েছে, টেইলগেটিং (খুব কাছ থেকে গাড়ি চালানো) হলো সংযুক্ত আরব আমিরাতের সড়কে মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ।সংগঠনটি জোর দিয়ে বলছে, স্বাভাবিক পরিস্থিতিতে চালকদের অবশ্যই তিন-সেকেন্ড নিয়ম মেনে চলতে হবে : সামনের গাড়িটি কোনো একটি নির্দিষ্ট স্থাপনা পার হওয়ার পর আপনাকে অন্তত তিন পর্যন্ত গুনে সেই স্থানে পৌঁছাতে হবে। আর খারাপ দৃশ্যমানতার সময়—যেমন বৃষ্টি, কুয়াশা বা ধূলিঝড়—এ নিয়মটি পাঁচ সেকেন্ড পর্যন্ত বাড়াতে হবে, যাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রতিক্রিয়া জানানো যায় ও প্রাণঘাতী পেছন দিকের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।