সংলাপে প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী দেশব্যাপী নেতাকর্মীদের নামে মামলার তালিকা জমা দিল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সংলাপে প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী দেশব্যাপী নেতাকর্মীদের নামে মামলার তালিকা জমা দিয়েছে বিএনপি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তালিকা জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবদুল হামিদ এই তালিকা গ্রহণ করছেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন। তাইফুল ইসলাম টিপু বলেন, ৫ হাজারের অধিক গায়েবি মামলাসহ ১০৪৬টি মামলার তালিকা দেয়া হযেছে। দুই-এক দিনের মধ্যে বাকি তালিকা জমা দেয়া হবে।