সংসদীয় কমিটির বৈঠক আজ বেসিক ব্যাংকে নিয়ে

নিউজ ডেস্ক : লাভজনক একটি প্রতিষ্ঠান কীভাবে মাত্র পাঁচ বছর সময়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় তার জলজ্যান্ত উদাহরণ বেসিক ব্যাংক। ২০০৯ সালে বেসিক ব্যাংকের নিট মুনাফা ছিল ৬৪ কোটি ৮৯ লাখ টাকা। সেই ব্যাংকটিই ২০১৪ সালে মাত্র ৫ বছরের ব্যবধানে নিট লোকসান করে বসে ১১০ কোটি টাকা। এর কারণ হিসেবে সেই সময়ের ব্যাংক কর্তৃপক্ষের ‘সীমাহীন অনিয়ম ও দুর্নীতি’কে চিহ্নিত করেছে বর্তমান কর্তৃপক্ষ।

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত তিন নম্বর কমিটির বিশেষ বৈঠক আজ মঙ্গলবার। এ বৈঠকে সরকারি শতভাগ নিয়ন্ত্রণে থাকা বেসিক ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে। বৈঠকে বেসিক ব্যাংক সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেওয়া হতে পারে।

সূত্র জানায়, এই কমিটির বৈঠকের জন্য বেসিকের পক্ষ থেকে একটি প্রতিবেদন তৈরি করেছে ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা। এতে বলা হয়েছে, ‘শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক এক সময় লাভজনক ব্যাংক ছিল। ২০০৯ সালে বেসিক ব্যাংকের নিট মুনাফা ছিল ৬৪ কোটি ৮৯ লাখ টাকা। সেই ব্যাংকটিই ২০১৪ সালে মাত্র ৫ বছরের ব্যবধানে নিট লোকসান করে বসে ১১০ কোটি টাকা। সেই সময়ের ব্যাং